সাড়ে ১১ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৪, ১৪:৫১
শেয়ার :
সাড়ে ১১ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার

লালমনিরহাটে সাড়ে এগারো কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে সদর উপজেলার পঞ্চগ্রাম এলাকা থেকে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গত ১৫ দিন আগে শাহীন তার সুপারি বাগানে মাটি খোঁড়ার কাজ করতে গিয়ে মূর্তিটি দেখতে পায়। মূল্যবান পাথর ভেবে মূর্তিটি বাড়িতে লুকিয়ে রাখে শাহীন। পরে এলাকাবাসীর মাধ্যমে পুলিশ খবর পেয়ে আজ ভোরে তার বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে শাহিনের বাড়িতে পুলিশ অভিযান চালায়, এ সময় সাড়ে এগারো কেজি ওজনের মূর্তিটি উদ্ধার করে পুলিশ। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বলেন, মূর্তি উদ্ধারের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।