সাবেক নির্বাচন কমিশনার এস এম জাকারিয়া আর নেই
সাবেক নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব এস এম জাকারিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বাদ জোহর নিকুঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী খালেদা জাকারিয়া, ছেলে মোহায়মেনসহ অনেক আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার সৈয়দ বাড়ির সন্তান জাকারিয়া পাকিস্তান নির্বাচন কমিশন থেকে শুরু করে বাংলাদেশের নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করেছেন। নির্বাচন নিয়ে তার অভিজ্ঞতা দেশ-বিদেশে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। নির্বাচন বিষয়ে তিনি কিংবদন্তিতে পরিণত হন। তিনি যুক্তরাষ্ট্রের একজন কংগ্রেসনাল ফেলো।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে বিশেষ করে এশিয়া ফাউন্ডেশন, এনডিআই, নোরাড, জাইকা, কইকা, কমনওয়েলথ, এশিয়ান অ্যাসোসিয়েশন অব ইলেক্টোরাল অথরিটিজ উল্লেখযোগ্য।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?