লিসার ভাগ্যে জোড়া পুরস্কার
‘ব্ল্যাকপিঙ্ক’-এর জনপ্রিয় পপতারকা লিসা। সম্প্রতি এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসে জোড়া পুরস্কার পেলেন এই কে-পপসংগীতশিল্পী।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, থাই র্যাপার লিসা ‘নিউ উইমেন’ গানের জন্য সেরা কোলাবোরেশনের পুরস্কার পেয়েছেন। একই সঙ্গে ‘বিগেস্ট ফ্যানস’ পুরস্কারও পেয়েছেন এই তারকা।
গত রবিবার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে এই পুরস্কার দেওয়া হয়।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এর আগে গত ২৮ জুন ‘রকস্টার’ শিরোনামে আরেকটা গান প্রকাশ করেছিলেন লিসা। সেই গানের জন্য এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে ‘সেরা কে-পপ’ শিল্পীর পুরস্কার পেয়েছিলেন লিসা। এছাড়াও এই গায়িকার রয়েছে সাতটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
উল্লেখ্য, ১৩ বছর বয়সে দক্ষিণ কোরিয়ায় এসেছেন থাইল্যান্ডের মেয়ে লিসা। ২০১৬ সালে কোরীয় ব্যান্ড ব্ল্যাকপিঙ্কে যোগ দেন। ব্ল্যাকপিঙ্কের গায়িকা হিসেবেই পরিচিতি পেয়ে যান তিনি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
গত আট বছরের ক্যারিয়ারে এশিয়া থেকে ইউরোপ, দুনিয়াজোড়া খ্যাতি পেয়েছেন লিসা। সারা বিশ্বে তার বক্ত-অনুরাগীর সংখ্যাও নেহায়েত কম নয়। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ার নিয়েও বেশ এগিয়ে যাচ্ছেন ২৭ বছর বয়সী পপতারকা লিসা।