পরীর ফেরা
অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজ দিয়ে দর্শককে তাক লাগিয়ে দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে নায়িকার প্রথম ওয়েব সিরিজ। মুক্তির পরই সাড়া ফেলেছে ৮ পর্বের এই সিরিজটি। সিরিজটি দেখে দর্শক বলছেন, নতুন এক পরীমনিকে দেখলাম। এতে সুপ্তি চরিত্রে পরীকে দেখে অবাক হয়েছেন অনেকে। এমন চরিত্র ও পরিণত অভিনয়ে এর আগে তাকে দেখা যায়নি। সিরিজে পরীর বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। মা হওয়ার পর এটা ছিল পরীমনির প্রথম কাজ। পাশাপাশি ‘রঙিলা কিতাব’ দিয়ে এই প্রথম ওয়েব জগতেও নাম লেখান। আর এসেই ছক্কা হাঁকালেন। অন্তঃসত্ত্বা সুপ্তি চরিত্র যেন পরীর জন্যই। বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে নিজের প্রথম সিরিজের মাধ্যমে দর্শক মনে দাগ ফেলেছেন তিনি। পরী বলেন, ‘সিরিজটি নিয়ে যখন আমার সঙ্গে কথা হয় তখন কাজ নিয়ে ভাবনার জায়গায় ছিলাম না। আমার সন্তানের বয়স তখন দেড়-দুই মাস। কিন্তু এক বছর পরেও সুপ্তি চরিত্রটি আমার জন্য বরাদ্দ ছিল, এটা সত্যিই পরম সৌভাগ্যের। আমার মনে হয় সুপ্তি চরিত্রটি আমি ঠিকঠাকমতো করতে পেরেছি, বাকিটা দর্শকই ভালো বলতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘এমন একটা ভালো কাজের অপেক্ষায় ছিলাম। দুর্দান্ত একটা গল্প রয়েছে এই সিরিজে। প্রথম প্রথম চিন্তা করেছিলাম এ ধরনের চরিত্রে নিজেকে কতটুকু মেলে ধরতে পারব। শেষ পর্যন্ত চ্যালেঞ্জটা গ্রহণ করে নিজেকে এখন পরিপূর্ণ মনে হচ্ছে। তাই জোর দিয়ে বলছি, সুপ্তিকে অনুভব করতে হলে হৃদয় দিয়ে রঙিলা কিতাব দেখতে হবে।’
ওয়েব সিরিজের গল্পে দেখানো হয়েছে, একটি মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। তবে মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। অন্তঃসত্ত্বা সুপ্তিও ছুটতে থাকেন তার প্রাণপ্রিয় স্বামীর সঙ্গে। উল্লেখ্য, কিঙ্কর আহসানের একই নামের উপন্যাস অবলম্বনেই নির্মিত হয়েছে ‘রঙিলা কিতাব’।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি