নাইক্ষ্যংছড়িতে নাশকতাকালে আ. লীগের ৩ নেতা গ্রেপ্তার
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নাশকতাকালে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিনজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আজ সোমবার সকালে তাদের বান্দরবান আদালতে প্রেরণ করা হয়।
এর আগে গতকাল রবিবার ভোরে নাশকতাকালে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হকের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ডা. সিরাজুল হক (৬০), উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. আলী হোসেন মেম্বার ( ৪৩) ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফয়েজুল্লাহ ( ৪২)।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে। এ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে নাশকতাকালে আটক করেছে পুলিশ। এই অভিযান অব্যাহত থাকবে।