ভিন্নভাবে আসতে পারেন মেলানিয়া
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের একদিন পর স্ত্রী মেলানিয়া ট্রাম্প সামাজিক মাধ্যমে জাতির উদ্দেশে পোস্ট দিয়েছেন। এর আগে বিজয় ভাষণেও ট্রাম্পের পাশে ছিলেন তিনি। নির্বাচনী প্রচার পর্বে তাকে দেখা না গেলেও একেবারে শেষ দিকে প্রচারমঞ্চে তাকে দেখা গেছে। ২০২০ সালে নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের পর অনেকটা অন্তরালেই ছিলেন মেলানিয়া। ধারণা করা হচ্ছে- এবার তিনি সরব হবেন।
সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন- অধিকাংশ আমেরিকান আমাদের ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। মার্কিন প্রজাতন্ত্রের হৃদয়খ্যাত স্বাধীনতাকে সুরক্ষিত রাখার অঙ্গীকারও করেন মেলানিয়া। তিনি দেশের স্বার্থে মতাদর্শের ঊর্ধ্বে উঠে কাজ করার জন্য আমেরিকানদের প্রতি আহ্বান জানান। বিশেষজ্ঞরা বলছেন, এই দফায় মেলানিয়া সম্ভবত আরও সুপরিকল্পিতভাবে মার্কিন ফার্স্টলেডির ভূমিকাটি পালন করবেন। যদিও এ ভূমিকা অবশ্য অনেকাংশেই ধরাবাঁধা কিছু নয়। বিবিসি
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!