নতুন উপদেষ্টাদের দপ্তর বণ্টন
অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া নতুন তিন উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয়েছে। আজ রবিবার রাত রাত সাড়ে ৯টার দিকে তাদের দপ্তর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ।
এক প্রজ্ঞাপনে জানানো হয়, আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে মাহফুজ আলমকে এখনও কোনো দপ্তর দেওয়া হয়নি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
নতুন করে তিনজন শপথ নেওয়ায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা হলো ২৪ জন। আজ সন্ধ্যায় সাতটার দিকে নতুন এই উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?