বিএনপির মিছিলে হার্ট অ্যাটাক করে যুবদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ও দাউদকান্দি প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৪, ২১:৪৩
শেয়ার :
বিএনপির মিছিলে হার্ট অ্যাটাক করে যুবদল নেতার মৃত্যু

কুমিল্লার দাউদকান্দিতে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে ও বিক্ষোভ মিছিলে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মফিজ উদ্দিন (৫৬) হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন।

আজ রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত যুবদল নেতা মফিজ উদ্দিন উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ও মালিখিল গ্রামের মৃত সাজেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ নুর হোসেন দিবস পালন উপলক্ষে ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ইলিয়টগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে যুবদল নেতা মফিজ উদ্দিন শ্লোগান দেওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। নেতাকর্মীরা তাকে স্থানীয় ইলিয়টগঞ্জ এ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপির নেতা মো.আনোয়ার হোসেন চেয়ারম্যান বলেন, ‘বিএনপি ও যুবদল কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে যুবদল নেতা মফিজ উদ্দিন শ্লোগান দেওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এদিকে স্থানীয় হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, যুবদল নেতা মফিজ উদ্দিন হার্ট অ্যাটাকজনিত কারণে মারা গেছেন।  

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘আমিও শুনেছি ইলিয়টগঞ্জে বিএনপির মিছিলে হার্ট অ্যাটাক করে মফিজ উদ্দিন নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।’

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন তার ফেসবুকে যুবদল এ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।