শাকিবের সিনেমা নিয়ে মুখ খুললেন তরণ আদর্শ
ভারতীয় সিনেমার সমালোচক, সাংবাদিক, সম্পাদক ও বিশ্লেষক তরণ আদর্শ। বলিউডের সিনেমা বাণিজ্য নিয়ে বিভিন্ন তথ্যের জন্য তিনি তুমুল জনপ্রিয়। এবার এই সিনে-বিশ্লেষকের পোস্টে উঠে এলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। মূলত এই অভিনেতার প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র একটি প্রমোশনাল পোস্ট করেছেন তরণ। এর আগে, শাকিবের ‘তুফান’ মুক্তির তারিখও জানা গিয়েছিল তার পোস্ট থেকে।
সামাজিক মাধ্যমে মুক্তি প্রতীক্ষিত ‘দরদ’র ফার্স্টলুক পোস্টার শেয়ার করেছেন এই সিনে-বিশ্লেষক। পাশাপাশি তা যে ১৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সেটিও জানান।
তরণ আদর্শ লিখেছেন, ‘ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনায় দরদ বা ডার্ড। দুলু মিয়া হিসেবে রয়েছেন শাকিব খান। সিনেমা হলে আসছে ১৫ নভেম্বর ২০২৪।’
এই পোস্টের মন্তব্যঘরে শাকিব ও দরদকে বাংলাদেশি নেটিজেনরা শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, ‘দরদ টিমের জন্য শুভকামনা।’ সংগীতশিল্পী স্বপ্নীল সজীব লিখেছেন, ‘বাংলাদেশি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শাকিব খান একজন মেগাস্টার।’
এদিকে, ‘দরদ’ সিনেমাটি নির্ধারিত তারিখে মুক্তি পাবে কি না- এ নিয়েও সংশয়ে রয়েছেন শাকিব-ভক্তরা। তবে এবার তরণ আদর্শের পোস্টে বিষয়টি স্পষ্ট হলো যে, এটি ১৫ নভেম্বরই মুক্তি পাচ্ছে।
এর আগে নির্মাতা অনন্য মামুন জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাতসহ ২০টি দেশে মুক্তি পাবে সিনেমাটি। ‘দরদ’ মূলত রোমান্টিক সাইকোথ্রিলার, যেখানে শাকিব খানকে নতুনরূপে দেখা যাবে। এটি অভিনেতার প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
গল্পে দেখা যাবে, ভারতের বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটে, যার সন্দেহ পড়ে দুলু মিয়ার ওপর। কাহিনি যতই এগোতে থাকে, গল্পও জটিল হয়। আবেগ ও প্রেমের অদ্ভুত এক মিশেল তৈরি হবে গল্পে।
এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। আরও রয়েছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশসহ অনেকে। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসের সঙ্গে প্রযোজনায় যুক্ত রয়েছেন ভারতের এসকে মুভিজ।