বক্স অফিসে বায়োপিকের বাজিমাত

বলিউড

বিনোদন সময় প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
বক্স অফিসে বায়োপিকের বাজিমাত

ইতিহাসের পাতায় স্থান পাওয়া ব্যক্তিদের সিনেমার পর্দায় নিয়ে আসছে বলিউড। সেখানে আছেন রানী আর বিমানবালা। বাদ পড়েননি খেলার মাঠ থেকে রাজনীতির ময়দানের তারকারাও। বিখ্যাত ব্যক্তিদের নিয়ে নির্মিত এসব সিনেমা বক্স অফিসেও পেয়েছে সফলতা। তেমনি বাজিমাত করা কয়েকটি বায়োপিক নিয়ে এই আয়োজন

ভাগ মিলখা ভাগ

কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিংয়ের জীবনের ওপর নির্মাণ করা হয়েছে এ ছবি। ভারতের সর্বকালের অন্যতম সেরা এই অলিম্পিয়ানের জীবনের নানা ঘাত-প্রতিঘাত, সংগ্রাম আর অধ্যবসায়ের মধ্য দিয়ে জীবনযুদ্ধে জয়ী হওয়ার গল্প নিয়ে এটি নির্মাণ করেন ‘রং দে বসন্তী’খ্যাত পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা। ছবিতে মিলখা সিংয়ের ভূমিকায় অভিনয় করেন ফারহান আখতার। তার স্ত্রী ও ভারতীয় ভলিবল দলের অধিনায়ক নির্মল কওরের ভূমিকায় দেখা গেছে সোনম কাপুরকে। ছবিটি মুক্তি পায় ২০১৩ সালে। ৪১ কোটি রুপি বাজেটে নির্মিত এ ছবি বক্স অফিসের হিসাব অনুযায়ী আয় করে ১৬৪ কোটি রুপি।

দঙ্গল

ভারতীয় কুস্তিগির মহাবীর সিং ফোগাতের জীবনী নিয়ে নির্মিত এ ছবি। সামাজিক বাধা পেরিয়ে নিজের মেয়েদের কুস্তিগির বানানোর গল্প উঠে এসেছে এতে। ছবিতে মহাবীর সিং ফোগাতের চরিত্রে অভিনয় করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তার দুই মেয়ে গীতা ফোগাত ও ববিতা কুমারীর চরিত্রে দেখা গেছে যথাক্রমে ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রাকে। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি পরিচালনা করেন নিতেশ তিওয়ারি। ৭০ কোটি বাজেটে নির্মিত এ ছবি বক্স অফিসের হিসাব অনুযায়ী আয় করে ২ হাজার ১২২ কোটি রুপি।

নিরজা

বিমান ছিনতাইকারীদের হাত থেকে যাত্রীদের বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেন ভারতের দুঃসাহসী বিমানবালা নিরজা ভানত। সেই কাহিনি নিয়েই নির্মিত ছবিটি। নাম ভূমিকায় অভিনয় করেন সোনম কাপুর। অনবদ্য অভিনয় করে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। সোনমসহ ছবিতে আরও অভিনয় করেন শাবানা আজমি, জিম সার্ব, শেখর রাভজিয়ানি প্রমুখ। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি পরিচালনা করেন রাম মাধবানি। ২০ কোটি বাজেটে নির্মিত এ ছবি বক্স অফিসের হিসাব অনুযায়ী আয় করে ১৩৫.৫২ কোটি রুপি।

এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনের ওপর নির্মাণ করা হয়েছে এ ছবি। ঝাড়খণ্ডের রাঁচি থেকে বিশ্ব ক্রিকেটে রাজত্ব, সড়ক দুর্ঘটনায় প্রেমিকা প্রিয়াংকাকে হারানো, পরবর্তী সময় সাক্ষীর সঙ্গে বিয়ে- সবই উঠে এসেছে এতে। ছবিতে ধোনির চরিত্রে অভিনয় করেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত। প্রেমিকা প্রিয়াংকা চরিত্রে দিশা পাটানি ও স্ত্রী সাক্ষী চরিত্রে কিয়ারা আদভানিকে দেখা গেছে। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি পরিচালনা করেন নিরাজ পাণ্ডে। ১০৪ কোটি রুপি বাজেটে নির্মিত এ ছবি বক্স অফিসের হিসাব অনুযায়ী আয় করে ২১৬ কোটি রুপি।

পদ্মাবত

চিতোরের রানি পদ্মিনীর জীবন নিয়ে নির্মিত এ ছবি। নাম ভূমিকায় অভিনয় করেন দীপিকা পাড়ুকোন। পদ্মিনীর স্বামী রানা রাওয়াল রতন সিং চরিত্রে শহিদ কাপুর ও সুলতান আলাউদ্দিন খিলজি চরিত্রে রণবীর সিংকে দেখা গেছে। এটি মুক্তি পায় ২০১৮ সালে। ছবিটি পরিচালনা করেন ভারতের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। ২১৫ কোটি রুপি বাজেটে নির্মিত এ ছবির বক্স অফিসের হিসাব অনুযায়ী আয় করে ৫৮৫ কোটি রুপি।

আজহার

ভারতের সাবেক বিতর্কিত ক্রিকেট তারকা আজহার উদ্দিনকে নিয়ে নির্মিত হয় এ ছবি। ২০১৬ সালে মুক্তি পাওয়া ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেন ইমরান হাশমি। আজহারের প্রথম স্ত্রী নৌরিনের চরিত্রে প্রাচী দেশাই ও দ্বিতীয় স্ত্রী সঙ্গীতা বিজলানীর চরিত্রে নার্গিস ফখরিকে দেখা গেছে। ৩৫ কোটি রুপি বাজেটে নির্মিত এ ছবি বক্স অফিসের হিসাব অনুযায়ী আয় করে ৫৬ কোটি রুপির বেশি।