মিথ্যা মামলার প্রতিবাদে জমির মালিকদের সংবাদ সম্মেলন

খুলনা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৪, ১৩:৪২
শেয়ার :
মিথ্যা মামলার প্রতিবাদে জমির মালিকদের সংবাদ সম্মেলন

ছবি: সংগৃহীত

খুলনার কয়রা উপজেলায় ঘের লুটপাটের মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী জমির মালিকরা। জমির মালিকদের পক্ষে আটরা গ্রামের মৃত ছবেদ আলী মোড়লের ছেলে রিয়াছাদ আলী মোড়ল গত ৯ নভেম্বর, শনিবার সকাল ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। 

লিখিত বক্তব্যে তিনি জানান, কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের আটরা গ্রামের ইসহাক আলী মোড়লের ছেলে মিজানুর রহমান মোড়ল ও ইলিয়াজ গাজীর ছেলে ইখলিয়াছ উদ্দীন লিটনকে বিগত ২০১৯ সাল হইতে ২০২৩ সাল পর্যন্ত ৪০ বিঘা জমি হারিতে লিজ দেন। প্রতি বিঘা জমি ৫ হাজার টাকা হারিতে ডিড প্রদান করেন। অথচ শুরু থেকে আওয়ামীলীগের সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর প্রভাব দেখিয়ে কোন হারি পরিশোধ করেননি। ৬ বছরে তাদের নিকট ১২ লক্ষ টাকা হারি পাওয়া যাবে। এছাড়া ২০২৩ সালে তার ঘেরের ডিড শেষ হলেও ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত তিনি গায়ের জোরে ঘের দখলে রেখেছেন। পরবর্তীতে হারির টাকা না পেয়ে আমাদের নিজেদের জমি আমরা অনুকূলে নিয়েছি। আমরা জমি আমাদের অনুকূলে নেওয়ার পর প্রতিপক্ষ মিজানুর রহমান আদালতে মিথ্যা মামলা দিয়ে জমির মালিকদের হয়রানি করছে। সংবাদ সম্মেলনের মধ্যমে তদন্ত পূর্বক সঠিক ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা। 

এ সংবাদ সম্মেলন জমির মালিকদের পক্ষে উপস্থিত ছিলেন আবু দাউদ গাইন, আবুল কালাম, নুর ইসলাম, হোসেন আলী ও গাজী রহমান।