সাতক্ষীরায় ফেনসিডিলসহ ইউপি সদস্য গ্রেপ্তার
দক্ষিণাঞ্চলের মাদক সম্রাট ইউপি সদস্য জাহিদুর রহমান জুয়েল ও তার সহযোগীকে ২শ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে।গতকাল শুক্রবার রাত নয়টার দিকে দেবহাটার পুস্পকাটি এলাকা থেকে ডিবি পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- দেবহাটা উপজেলার ভেন্নাপোতা গ্রামের মোশারফ হোসেন সরদারের ছেলে ইউপি সদস্য জাহিদুর রহমান জুয়েল (৩৩) ও সাতক্ষীরা সদরের আলিপুর চাপারডাঙ্গী এলাকার মোশারফ হোসেন সরদারের ছেলে জয়নাল আবেদীন সরদার (৪৫)।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুষ্পকাটি বিসমিল্লাহ ব্রিকসের সামনে সাতক্ষীরা টু শ্যামনগরগামী পাকা রাস্তার ওপর মাদক ক্রয়-বিক্রয়ের সময় জুয়েল মেম্বার ও তার সহযোগীকে ফেনন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা চিহ্নিত মাদক চোরাকারবারি। তাদের বিরুদ্ধে দেবহাটা থানায় নিয়মিত মাদক মামলা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।