আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
০৯ নভেম্বর ২০২৪, ০৮:৫৮
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ শনিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক-

নৌপরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয় উপদেষ্টার কর্মসূচি:

বেলা ১১টায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সিন্ডিকেট হলে ‘জনমুখী পুলিশ সেবা নিশ্চিতকল্পে পুলিশ কমিশন গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে উপস্থিত থাকবেন নৌপরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি:

দুপুর আড়াইটায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভবন উদ্বোধন করবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এরপর ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের জাতীয় পর্বের সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।

প্রেস সচিবের কর্মসূচি:

সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে ‘নিরাপদ বাংলাদেশ চাই’-এর আয়োজনে ‘শিক্ষাঙ্গনে সন্ত্রাস: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে অংশ নেবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিএনপির কর্মসূচি:

বেলা ১১টায় হাইকোর্ট অডিটোরিয়ামে ‘ইয়ুথ ফোরাম আলোচনা সভায়’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া বিকেল ৩টায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক দলের আলোচনা সভায় অংশ নেবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি:

সকাল ৯টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘উন্নতি-অগ্রগতি ও মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় রাসূল সা.-এর সিরাত’ শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কর্মসূচি:

বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে জরুরি সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।