রাষ্ট্র সংস্কারের পরেই নির্বাচন: নুর

রংপুর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৪, ২৩:১৫
শেয়ার :
রাষ্ট্র সংস্কারের পরেই নির্বাচন: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘অন্তবর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কার ও জন আকাঙ্ক্ষাকে একই সঙ্গে গুরুত্ব দিতে হবে। রাষ্ট্রসংস্কারের আগে নির্বাচন দিলে জনআকাঙ্ক্ষা পূরণ হবে না। রাষ্ট্র সংস্কারের পরেই নির্বাচন দিতে হবে।’

আজ শুক্রবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুর বলেন, ‘আজকে আমি আবু সাঈদের বাড়িতে গিয়েছিলাম। আবু সাঈদ জীবন দিয়েছে ফ্যাসিবাদ মুক্ত দেশ করতে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদের কোন জায়গা নেই। প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর ভাইদেরকে আহ্বান করব গণহত্যাকারি স্বৈরাচার ও তাদের দোসরদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করুন। আপনারা যদি ব্যর্থ হন জনগণ কিন্তু আইন নিজের হাতে তুলে নিবে। আমরা চাই না জনগণ আইন নিজের হাতে তুলে নিক। ছাত্র জনতার রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে যে সরকার এসেছে আমরা সেই সরকারকে স্থিতিশীল করতে চাই। পিছিয়ে পড়া রংপুরকে আমরা গণঅধিকার পরিষদ এগিয়ে নিতে চাই। আমরা জনগণের ক্ষমতায়ন করতে চাই।’

তিনি আরো বলেন, ‘তিস্তার দুঃখ নিয়ে কোন সরকারেই গঠনমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই রংপুরে। একটা বিশ্ববিদ্যালয় হয়েছে।এই একটা দিয়ে রংপুর কভার হয় না। রংপুরের হাড়িভাঙ্গা আম বিদেশে যায়। রংপুরের অন্তত দশটি পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়। যদি রংপুরের কৃষিকে গুরুত্ব দিয়ে প্রকল্প নেয়া যায় শুধু রংপুর নয় পুরো বাংলাদেশ লাভবান হবে। আমরা রংপুরকে এগিয়ে নিতে চাই। রংপুরে ভোট নিয়ে যারা সিঙ্গাপুর মালয়েশিয়ায় চলে গিয়ে সেকেন্ড হোম করেছে। তাদেরকে আর ভোট নয়। তরুণদের নেতৃত্বে গণঅধিকার পরিষদ ভোটে যাবে। আপনারা ভোট দিবেন। তরুণরাই পারে এদেশকে পরিবর্তন করতে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদের গণসমাবেশ দেখে অনেকে আতংকিত।আগামীতে প্রত্যেকটি নির্বাচনে গণঅধিকার পরিষদ যাতে জিততে পারে সেজন্য জনগণেকে সঙ্গে নিয়ে কাজ করবেন।’

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য জনাব হানিফ খান সজিব,সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ রংপুর জেলা আহবায়ক শেরে খোদা আসাদুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা মোন্নাফসহ বংপুর বিভাগের জেলা ও উপজেলা থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী।