চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল বন্ধ
কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে পানির স্তর কমে গিয়ে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল।
আজ শুক্রবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি বন্ধের তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি’র ম্যানেজার বাণিজ্য প্রফুল্ল চৌহান। তবে খনন কাজ চলমান থাকায় দ্রুত ফেরি চালুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ড্রেজিং বিভাগ জানায়, চিলমারী-রৌমারী রুটে ইতিমধ্যেই নির্দিষ্ট একটি রুট তৈরি করার জন্য প্রায় ২ হাজার ফিট পথ ড্রেজিংয়ের কাজ শুরু করা হয়েছে এবং এরই মধ্যে প্রায় ৮০০ ফিট ড্রেজিং হয়েছে।
ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী রুটে নদী খননের কাজ শুরু হয়েছে জানিয়ে ড্রেজিংয়ের (খনন) দ্বায়িত্বে থাকা প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে পানির গভীরতা ৬ ফিট রয়েছে। এখন এই জায়গাগুলোতে খনন করে অন্তত ৭ফিট গভীরতা করলে ফেরি চলবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, ব্রহ্মপুত্রের নাব্যতা সৃষ্টি হওয়ায় ফেরির নিচের অংশ নদে আটকে যায়। ফলে ফেরির নিরাপত্তার স্বার্থে ড্রেজিং না হওয়া পর্যন্ত সাময়িকভাবে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। ড্রেজিং শেষে ফেরি চলাচল শুরু করা হবে।