বেশি দামে আলুবীজ বিক্রির অভিযোগে আটক ২
জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারে লাইসেন্স না থাকায় ও বেশি দামে আলুবীজ বিক্রি করায় দুজনকে আটক ও দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা জরিমানা হওয়া দুই প্রতিষ্ঠানের কর্মচারী।
আজ শুক্রবার সকালে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান।
আটক হওয়া ব্যক্তিরা হলেন- বাজারের ব্যবসায়ী শাহজাহান ট্রেডার্সের মালিক শাহজাহানের ছেলে তফিকুল ইসলাম এবং স্থানীয় ব্যবসায়ী কনিকা-আনিকা ট্রেডার্সের মালিক কামরুলের ম্যানেজার আ. ছালাম।
একই সঙ্গে ব্যবসায়ী কামরুল এবং ব্যবসায়ী শাহজাহানকে প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া তারা যে টাকা কৃষকের নিকট থেকে অতিরিক্ত নিয়েছিল সেটা ফেরত দিবে এবং তা নিশ্চিত করবে উদয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ জন সদস্য, উপজেলা কৃষি অফিস এবং উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান বলেন, বিভিন্ন হাটে বীজ আলুর মূল্য স্থিতিশীল রাখতে অভিযান অব্যাহত থাকবে। তবে, এই অভিযানের মূল উদ্দেশ্য কৃষকরা যেন সঠিক দামে বীজ কিনতে পারেন।
তিনি আরও বলেন, যে সমস্ত কৃষক টাকা আগেই দিয়েছেন, তারা অতিরিক্ত টাকা ফেরত পান সেটি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছালজারুল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম ও আবুল কাশেম, কালাই থানা পুলিশ এবং স্থানীয় ইউপি সদস্যরা।