তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির র‌্যালি শুরু

অনলাইন ডেস্ক
০৮ নভেম্বর ২০২৪, ১৫:৪৭
শেয়ার :
তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির র‌্যালি শুরু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে রাজধানীর নয়াপল্টনে দলটির র‌্যালি শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে সাড়ে ৩টার দিকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত র‌্যালির উদ্বোধন ঘোষণা করেন তিনি।

তারেক রহমানের বক্তব্যের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে র‌্যালির উদ্বোধন ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

তার আগে র‌্যালিতে যোগ দিতে নয়াপল্টনে ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা।