ভারতে নিষেধাজ্ঞা উঠতে পারে সালমান রুশদির বিতর্কিত বইয়ের
বিতর্কিত ভারতীয়-ব্রিটিশ লেখক সালমান রুশদির বই ‘স্যাটানিক ভার্সেস’ ফের ভারতে পাওয়া যেতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে। গত মঙ্গলবার নয়াদিল্লির একটি আদালত জানিয়েছে, সরকার বিতর্কিত ওই বইটির আমদানিতে নিষেধাজ্ঞা জারির পেছনে কার্যকর ও গ্রহণযোগ্য নথি হাজির করতে পারেনি। একজন বই ক্রেতা ভারতের নিষেধাজ্ঞাকে ২০১৯ সালে চ্যালেঞ্জ করেছিলেন। তার প্রেক্ষিতে আদালত এই মন্তব্য করে।
রুশদির বইটিকে অধিকাংশ মুসলিম ধর্মবিদ্রুপকারী এবং ধর্ম অবমাননাকর হিসেবে মনে করেন, কারণ এতে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) বিতর্কিতভাবে উপস্থাপন করা হয়। ১৯৮৮ সালে একটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকটি দেশে নিষিদ্ধ হয়। ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা ওই লেখক ও প্রকাশকদের জন্য মৃত্যুদণ্ডের ‘ফতোয়া’ জারি করেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
পাঁচ বছর আগে, একজন ব্যক্তি বইটি কিনতে চেয়ে একটি আবেদন করেন এবং আদালতকে আমদানি নিষেধাজ্ঞার সঠিকতা পরীক্ষা করতে অনুরোধ জানান। কিন্তু মামলার ধারাবাহিকতায় কোনো কর্তৃপক্ষ মূল বিজ্ঞপ্তিমূলক নথিটি উপস্থাপন করতে পারেনি, ফলে আদালত সিদ্ধান্তে পৌঁছায় যে নথির বৈধতা পরীক্ষা করা সম্ভব নয় এবং এটির কার্যকারিতা আর বহাল থাকছে না।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
১৯৮৮ সালে প্রকাশিত হওয়া তার চতুর্থ বই স্যাটানিক ভার্সেস হলো তার সবচেয়ে বিতর্কিত উপন্যাস যা তাকে আন্তর্জাতিক পর্যায়ে নজিরবিহীনভাবে বিপদে ফেলে দেয়। বইটি প্রকাশের পর তাকে হত্যার হুমকি আসে যা তাকে আত্মগোপনে যেতে বাধ্য করে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস