জাসাসের অনুষ্ঠানে আ. লীগ নেতাকর্মীরা, মঞ্চ ত্যাগ করলেন রিজভী

নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর ২০২৪, ১২:৫২
শেয়ার :
জাসাসের অনুষ্ঠানে আ. লীগ নেতাকর্মীরা, মঞ্চ ত্যাগ করলেন রিজভী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে অনুষ্ঠিত বিএফডিসি গেটের অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। 

খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগের অন্যতম অঙ্গসংগঠন যুবলীগ নেতা ক্যাসিনো সম্রাটের বেশ কয়েকজন অনুসারী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রতিবাদে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি। এরপর জাসাস নেতা শিবা শানু ও ইথুন বাবুর নেতৃত্বে জাতীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। 

বিএফডিসিতে জাসাসের অনুষ্ঠানে ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, জাসাসের আহ্বায়ক চিত্র নায়ক হেলাল খান ও সদস্য সচিব চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রোকন ও সঙ্গীত শিল্পী হাসান চৌধুরী। 

রুহুল কবির রিজভীর অনুষ্ঠান ত্যাগ করা প্রসঙ্গে জাসাস নেতারা জানান, বিকেল থেকে সুশৃঙ্খলভাবেই চলছিল আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি রুহুল কবির রিজভী নিজের বক্তব্য দেওয়ার অপেক্ষায় ছিলেন। হঠাৎ তার কাছে খবর আসে জাসাসের একদল কর্মীর সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরাও অনুষ্ঠানে রয়েছে। এটা শোনার সঙ্গে সঙ্গেই মঞ্চ থেকে নেমে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি। রিজভী চলে যাওয়ার পরও আয়োজকরা অনুষ্ঠান বন্ধ করেননি। আলোচনা, নাচ, গানসহ নানা বর্ণাঢ্য আয়োজনে সাজানো ছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই আয়োজন।