কলকাতা উপ-হাইকমিশনের প্রথম প্রেস সচিব হলেন তারিক চয়ন

অনলাইন ডেস্ক
০৮ নভেম্বর ২০২৪, ১২:৩৬
শেয়ার :
কলকাতা উপ-হাইকমিশনের প্রথম প্রেস সচিব হলেন তারিক চয়ন

কলকাতা উপ-হাইকমিশনের প্রথম সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মো. তারিকুল ইসলাম ভূঁইয়া ওর‌ফে তারিক চয়ন। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনাব মো. তারিকুল ইসলাম ভূঁইয়াকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ০১ (এক) বছর মেয়াদে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা, ভারত মিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

আরও বলা হয়েছে, এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়।

উল্লেখ্য, তারিক চয়ন সর্বশেষ দৈনিক মানবজমিনে কর্মরত ছিলেন। এছাড়া তিনি দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় কলাম লেখেন। চয়নের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। কুমিল্লা জিলা স্কুলের ২০০২ (এসএসসি) ব্যাচের শিক্ষার্থী ছিলেন চয়ন।