ফের বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কী?

অনলাইন ডেস্ক
০৮ নভেম্বর ২০২৪, ১০:১৬
শেয়ার :
ফের বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কী?

কয়েক দিন ধরেই ভয়াবহ দূষিত বাতাস বিরাজ করছে লাহোরে। গত সপ্তাহে বেশ কয়েক দিন আইকিউ সূচকে হাজারের বেশি স্কোর উঠেছে শহরটিতে। আজও দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর‘ অবস্থায় রয়েছে। বিশ্বের বাষুদূষণের শহরের তালিকায় ১৫০ স্কোর নিয়ে ১১তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এসব তথ্য উঠে এসেছে।

তালিকায় , ৭১৭ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। ভারতের দিল্লি ৪২৯ স্কোর নিয়ে দ্বিতীয় এবং বসনিয়া ও হার্জেগোভিনারের শহর সারাজেভো ১৭৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। সংবেদনশীল গোষ্ঠী বলতে, বায়ুদূষণ যাদের ওপর প্রভাব বেশি ফেলবে এমন লোকদের বুঝায়। বিশেষ করে শিশু, বয়স্ক এবং স্বাস্থ্যগত সমস্যায় থাকা ব্যক্তিরা। দুর্বল ইমিউন সিস্টেম বা শ্বাসযন্ত্রের সিস্টেম থাকলে তারাও এর আওতায় পড়বেন।

এ ছাড়া, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।