ট্রাম্পের জয়ে অতীত স্মরণ করে যা বললেন মীর

বিনোদন ডেস্ক
০৮ নভেম্বর ২০২৪, ০৯:২০
শেয়ার :
ট্রাম্পের জয়ে অতীত স্মরণ করে যা বললেন মীর

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন রিপাবলিকানপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের জয়ে বিশ্বজুড়ে রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

শোবিজ অঙ্গন থেকেও অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্টকে। এবার ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ওপার বাংলার অভিনেতা ও কণ্ঠশিল্পী মীর আফসার আলী। কিছুটা রসিকতার সঙ্গেই তিনি এ শুভেচ্ছা জানান।

উলেখ্য, ২০২০ সালে ভোটের পূর্বে ভারত সফর করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সেই সফরে ঘটে যাওয়া কিছু ঘটনা স্মৃতিচারণ করলেন মীর। 

ট্রাম্পকে বিশেষভাবে সংবর্ধনা দেওয়ার সময় ভারতবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন ট্রাম্প। বক্তব্যের সময় স্বামী বিবেকানন্দের নাম উচ্চারণ করতে গিয়ে জিভ ফসকে বলে ফেলেন ‘বিবেকামুন্নন’। শুধু যে বিবেকানন্দের নাম ভুল বলেছেন, তা নয়। বেদ ও সচিন টেন্ডুলকারের নামও ভুল উচ্চারণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিজয়ে তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে সেই স্মৃতিই স্মরণ করলেন মীর। এর পাশাপাশি রসিকতা করেও লেখেন, ‘জিতেছেন ভালো কথা। কিন্তু ফের ভারতে এসে বিবেকামুন্নন বললে রাগ করব।’