ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান ফারুকের
বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ওয়ান ইলেভেনের সময় ডাকাত-জালিম মঈন-ফখরুদ্দিন তিন মাসের কথা বলে দুই বছর ক্ষমতায় থেকে বিএনপির নেতাকর্মীদের জেলে দিয়ে নির্যাতন করছেন। তাদের সময় মাইনাস টু ফর্মুলার পরিবর্তে মাইনাস ওয়ান ফর্মুলা করে খালেদা জিয়াকে বাদ দিয়েছে। এবার যদি তেমন কিছু হয় তার জন্য বিএনপির নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর সেনবাগ বাজারে থানার সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, ‘অন্তবর্তীকালীন সরকারের তিন মাস হয়েছে। আপনার (ড. ইউনূস) প্রতি মানুষের আস্থা আছে। আমরা আপনাদের সহযোগিতা করে যাব। কিন্তু দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করুন।’
সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্যাহ আল মামুনসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।