বিএনপি নেতার পরিত্যক্ত বাড়ি থেকে ১২ হনুমান উদ্ধার
কক্সবাজারের মহেশখালীতে পাচারকালে ১২টি বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী হনুমান উদ্ধার করেছে বন বিভাগ। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় মহেশখালী উপজেলার শাপলাপুরের ইউনিয়নের বারিয়ারছড়ি এলাকায় বিএনপি নেতার পরিত্যক্ত বাড়ি থেকে এসব হনুমান উদ্ধার করা হয়।
বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এস এম এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তবে পাচারকাজে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা হনুমানগুলোর মধ্যে ৫টি বাচ্চা এবং ৭টি প্রাপ্ত বয়স্ক।
এনামুল হক বলেন, ‘আজ বৃহস্পতিবার দুপুরে মহেশখালীর শাপলাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে বিলুপ্ত প্রজাতির ১২টি হনুমান পাচারের উদ্দেশে মজুদ করার খবর পায় বন বিভাগের কর্মীরা। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানালে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এতে ঘটনাস্থলে পৌঁছে বন বিভাগের কর্মীরা সন্দেহজনক বাড়িটি ঘিরে ফেললে পাচারকারীরা পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘এ সময় বাড়ির ভেতরে রাখা খাঁচায় বন্দী অবস্থায় বিভিন্ন বয়সী ১২ হনুমান পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, মহেশখালীর প্রাকৃতিক বন থেকে পাচারকারীরা এ সব হনুমান ফাঁদে পেলে শিকার করেছে।’
বনবিভাগের এ রেঞ্জ কর্মকর্তা বলেন, ‘পরিত্যক্ত বাড়িটির মালিক আমিনুল ইসলাম জানিয়েছেন, তিনি পরিবার নিয়ে কক্সবাজার শহরে বসবাস করেন। বাড়িটির মালিক তিনি হলেও এখন তিনি এই বাড়িটি ব্যবহার করেন না। পাচারকারীরা বাড়িটিতে লোকজন না থাকার সুযোগকে কাজে লাগিয়ে এসব হনুমান মজুদ করেছে। উদ্ধার করা হনুমানগুলো আজ বিকেলেই শাপলাপুর বনবিভাগের আওতাধীন প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে।’