জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যানসহ সব সদস্যের একযোগে পদত্যাগ
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদসহ সব সদস্য একযোগে পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার তারা রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান।
জাতীয় মানবাধিকার কমিশন থেকে পদত্যাগ করা সদস্যরা হলেন সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সদস্য মো. আমিনুল ইসলাম, সদস্য কংজরী চৌধুরী, সদস্য ড.বিশ্বজিৎ চন্দ ও সদস্য ড. তানিয়া হক।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ড. কামাল উদ্দিন আহমেদ ২০২২ সালের ১০ ডিসেম্বর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ নিয়োগ পান। এর আগে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন কামাল উদ্দিন আহমেদ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?