চীনে গেলেন বিএনপির ৪ নেতা

অনলাইন ডেস্ক
০৭ নভেম্বর ২০২৪, ১৬:৩২
শেয়ার :
চীনে গেলেন বিএনপির ৪ নেতা

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফরে গেলেন বিএনপির চার নেতা। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় তারা চীনের উদ্দেশে রওনা দেন।

আজ নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পর চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের প্রতিনিধি দলের সমন্বয়ে ‘‘পলিটিকাল পার্টিজ প্লাস’’ প্রোগ্রামে ৪ সদস্যের বিএনপি প্রতিনিধিদল নিয়ে চীনের পথে রওনা হলাম আজ বিকেল ৩ টায়। ফিরে আসব ১৬ নভেম্বর। ইনশাআল্লাহ।’

ড. আসাদুজ্জামান রিপন লেখেন, ‘আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে প্রতিনিধিদলের নেতা নির্বাচন করে সম্মানিত করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চীনা কম্যুনিস্ট পার্টি সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের সব প্রতিনিধি দলের হেড অব ডেলিগেশনস হিসেবে আমাকে মনোনীত করে বাংলাদেশকে এবং আমাদের দল বিএনপিকে সম্মানিত করায় চীনা কমিউনিস্ট পার্টিকেও ধন্যবাদ।’

তিনি আরও লেখেন, ‘দোয়া করবেন যেনো দেশ ও দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি।’

May be an image of 7 people and text

চীন সফরে যাওয়া বিএনপির নেতারা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এর আগে গত ৩১ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে বিএনপির চার নেতাকে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণের কথা জানানো হয়। ড. রিপন ছাড়াও প্রতিনিধিদলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা রয়েছেন বলে তখন ওই চিঠিতে জানানো হয। তবে আজ ড. রিপনের পোস্টে ছবিতে রুহুল কবির রিজভীর পরিবর্তে প্রতিনিধিদলে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে দেখা গেছে। ়