তাজউদ্দীন আহমদের মেয়ে রিমিকে গ্রেপ্তারের দাবি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৪, ২১:০৪
শেয়ার :
তাজউদ্দীন আহমদের মেয়ে রিমিকে গ্রেপ্তারের দাবি

গাজীপুরের কাপাসিয়ায় তাজউদ্দীন আহমদ কন্যা ও হত্যা মামলার আসামি, সাবেক সংসদ সদস্য (এমপি) সিমিন হোসেন রিমিসহ আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুরে বাস টার্মিনাল এলাকায় ‘ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্তে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ব্যানারে শান্তিপূর্ণ কাপাসিয়া গড়ার লক্ষ্যে মাদক, চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দেয়। শিক্ষার্থীরা মাদক ব্যবসায়ী, পতিত স্বৈরাচারী সরকারের দোসর, ছাত্র জনতার ওপর হামলাকারী ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

সাবেক এমপি সিমিন হোসেন রিমি, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দীন আহমেদ সেলিম, গৃহপরিচারিকা ধর্ষণ মামলার আসামি ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষসহ আওয়ামী দোসরদের গ্রেপ্তারের দাবি জানান শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে তারা চলমান কর্মসূচির পাশাপাশি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ঘণ্টাব্যাপি পালিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদুল ইসলাম রাশেদ, শামীম হোসেন, জাহিদ হাসান, জুনায়েদ, যুবরাজ, হৃদয়, সাহেল, মিনহাজ, উপজেলা ছাত্রদল নেতা সোহাগ প্রমুখ।