ময়মনসিংহ ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
০৬ নভেম্বর ২০২৪, ১৬:৫৭
শেয়ার :
ময়মনসিংহ ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

ময়মনসিংহের রহমতপুর বাইপাস মোড়ে ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় তোফাজ্জল হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।

হাসপাতালের সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানিয়েছেন, তোফাজ্জলের শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টায় মারা যান। বর্তমানে আরও ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

রহমতপুর বাইপাস এলাকায় আজহার ফিলিং স্টেশনে ইলেক্ট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন তোফাজ্জল হোসেন। নগরের নিজকল্পা গ্রামের বাসিন্দা তিনি।

এর আগে গত সোমবার বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে রহমতপুর বাইপাস এলাকায় আজহার ফিলিং স্টেশনে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাতটি গাড়ি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থলে হিমেল আহমেদ (৩২) ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কদ্দুস (৮৫) এবং আবুল হোসেন (৪৫ মারা যান। এ ছাড়া গুরুতর আহত তিন জন ঢাকায় ও দুই জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।