গাজীপুরে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৪, ১৪:৫৭
শেয়ার :
গাজীপুরে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

গাজীপুর মহানগরীর পূবাইলে ছুরিকাঘাতে রাজিব একন (৩২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গত রবিবার রাতে এ ঘটনাটি ঘটে।

নিহত রাজিব বাগেরহাট জেলার,মোরলগঞ্জ থানার,মধ্যে বরিশাল গ্রামের আবুল কালাম আকনের ছেলে। রাজিব পূবাইলের হারবাইদ এলাকায় বোকারী হোসেনের ভাড়া বাড়িতে থেকে পূবাইলের হাড়ি বাড়ীর টেকের এ,এন্ড,ট্রাউজার্স নামক কারখানায় চাকরি করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত রবিবার রাতে নিহত রাজিব কারখানার কাজ শেষে আনুমানিক ১১ টায় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। বাড়ি ফেরার পথে পূবাইলের বসুগাঁও মাদ্রাসার পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৫/৬ জন দুর্বৃত্ত রাজিব কে খুনের উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে মুমূর্ষ অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা রাজিব কে উদ্ধার করে। প্রথমে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গতকাল মঙ্গলবার দুপুরে রাজিব একন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

গতকাল মঙ্গলবার নিহতের বাবা আবুল কালাম আকন ছেলের নিহত হওয়ার অভিযোগে ৪/৫ জন কে আসামি করে পূবাইল থানায় মামলা দায়ের করেছেন।

পূবাইল মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিরুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের করে আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা চলছে।