বিপিএল-এ জেমসের অংশগ্রহণ নিয়ে যা জানা গেল

বিনোদন প্রতিবেদক
০৬ নভেম্বর ২০২৪, ১৪:৪৪
শেয়ার :
বিপিএল-এ জেমসের অংশগ্রহণ নিয়ে যা জানা গেল

ক্রিকেটের অন্যতম ফ্র্যাঞ্চাইজি বিপিএল নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে ক্রিকেটপ্রেমীদের মাঝে। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার ড্রাফট। কোন ক্রিকেটার কোন দলের হয়ে এবারের বিপিএল মাতাবেন তা চূড়ান্ত হয়ে গেছে। আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে এই ফ্র্যাঞ্চাইজি লিগ।

জাঁকজমক আয়োজনে শুরু হবে বিপিএলের এবারের আসর। একাধিক আন্তর্জাতিক তারকাও নাকি হাজির হবেন উদ্বোধনী অনুষ্ঠানে। শোনা যাচ্ছে, অনুষ্ঠানে পারফর্ম করবেন পাকিস্তানি গায়ক রাহাত ফাতেহ আলী খান ও বাংলাদেশের রকস্টার নগরবাউল জেমস।

তবে জেমসের পারফরম্যান্সের বিষয়টি সত্যি নাকি গুজব- এ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। ভক্তরা প্রবল প্রত্যাশা রাখলেও এই রকস্টারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে নিশ্চয়তা মেলেনি।

এ প্রসঙ্গে জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন বলেন, ‘এ বিষয়ে আমাদের সঙ্গে বিপিএলের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি। কেউ ইচ্ছাকৃত এমন গুজব ছড়াচ্ছে।’

এর আগে, ২০২৩ সালে বিপিএলের সমাপনী অনুষ্ঠানে পারফরম করেছিলেন জেমস। তুমুল জনপ্রিয় এই গায়ক মঞ্চে উঠতেই মুখরিত হয়ে ওঠে গোটা স্টেডিয়াম।