দুর্যোগপূর্ণ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার বাতাস কেমন

অনলাইন ডেস্ক
০৬ নভেম্বর ২০২৪, ১০:২৮
শেয়ার :
দুর্যোগপূর্ণ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার বাতাস কেমন

কয়েকদিন ধরেই ভয়াবহভাবে দূষিত হয়ে উঠছে পাকিস্তানের লাহোরের বাতাস। আজও অবস্থা তাই। আজ বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে শহরটির স্কোর উঠেছে ১১১৫-এ, যা ‘বিপজ্জনক’ হিসেবে ধরা হয়। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শহরটির অবস্থান এখন শীর্ষে। 

এদিকে আজ ঢাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর‘ অবস্থায় রয়েছে। বিশ্বের বাষুদূষণের শহরের তালিকায় ১৩২ স্কোর নিয়ে ১৩তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এসব তথ্য উঠে এসেছে।

তালিকায় এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর এবং ১৬৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই। এ ছাড়া ১৬৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানের রয়েছে বসনিয়ার হারজোগোভিনিয়ারের সারাজিভো এবং পঞ্চম অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।