কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট হবেন, মল্লিকার টুইট
চার বছর পর আবারও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৫টা থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। এবারের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মার্কিন নির্বাচনের দিকে বিশ্ববাসীর উৎসাহের কমতি নেই। এরই মধ্যে বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের পুরোনো একটি টুইট নতুন করে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মল্লিকা। একই বছরের ২৩ জুন এক টুইটে এ অভিনেত্রী লিখেছিলেন, কমলা হ্যারিসের সঙ্গে দেখা করে দারুণ লাগল। লোকে বলেন, তিনি একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
‘কমলা হ্যারিস একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবেন’, মল্লিকার এই ভবিষ্যদ্বাণী পেয়েই নেটিজেনরা প্রশ্ন ছুড়ে দিয়ে লিখছেন, সত্যি কি কমলা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন?
এখন দেখার বিষয় মল্লিকার ভবিষ্যদ্বাণী সত্য হয় কিনা। তবে, আপাতত অপেক্ষা করতে হবে। কারণ এখনো আমেরিকায় ভোটযুদ্ধ চলছে। চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে এখনো কয়েক ঘন্টা বাকী।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট