প্রশ্নবিদ্ধ সাকিবের বোলিং অ্যাকশন

স্পোর্টস ডেস্ক
০৫ নভেম্বর ২০২৪, ১১:৪৬
শেয়ার :
প্রশ্নবিদ্ধ সাকিবের বোলিং অ্যাকশন

প্রায় ১৮ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হলো। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবকে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে বলেছে।

কাউন্টির চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান-এর একটি ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। যেখানে গত সেপ্টেম্বরে এই টুর্নামেন্টে ১টি ম্যাচ খেলেন সাকিব। ইংল্যান্ডের হয়ে খেলার জন্য তখন সারের ৮ জন ক্রিকেটার ছিলেন না। না থাকাদের মধ্যে ছিলেন দুই স্পিনার উইল জ্যাকস ও ড্যান লরেন্সও।

পরে ১ ম্যাচের জন্য সারের হয়ে খেলেন সাকিব, যা ২০১১-১২ মৌসুমের পর কাউন্টিতে সাকিবের প্রথম ম্যাচ ছিল। টন্টনে কাউন্টিতে ফেরার ম্যাচে ৯ উইকেট নেন তিনি। তবে ম্যাচটি ১১১ রানে হেরে যায় সারে।

সাকিব সেই ম্যাচে ৬৩ ওভার বোলিং করেন। তবে তখন অবৈধ অ্যাকশনের জন্য কোনো ‘নো বল’ ডাকেননি আম্পায়াররা। তবে প্রায় দুই মাস পর জানা গেছে, ওই সময়ে সাকিবের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন সেই ম্যাচের দুই আম্পায়ার।

যদিও আপাতত সাকিবকে খেলা থেকে নিষিদ্ধ বা কোনো ধরনের শাস্তি দেওয়া হয়নি। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার ব্যাপারে সাকিবের সঙ্গে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব।