বিএফইউজের সাবেক সভাপতি মোল্লা জালাল গ্রেপ্তার
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালাল
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
গতকাল সোমবার সকালে রাজধানীর শেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালেদ মুনসুর গণমাধ্যমকে বলেন, ‘সাংবাদিক মোল্লা জালালের বিরুদ্ধে চারদিন আগে শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তবে মামলার বিষয়ে বিস্তারিত জানাননি ওসি খালেদ মনসুর।
২০১৮ সালের ১৩ জুলাই ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছিলেন মোল্লা জালাল। আর মহাসচিব হয়েছিলেন শাবান মাহমুদ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?