কতটা পথ পেরোলেন কমলা-ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৫ নভেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
কতটা পথ পেরোলেন কমলা-ট্রাম্প

শৈশব ও বেড়ে ওঠা : কমলা হ্যারিস ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে বড় হয়েছেন। তার মা শ্যামলা গোপালান হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত ক্যানসার গবেষক ও সমাজকর্মী। কমলা ও তার বোন মায়াকে লালন-পালন করেছেন তিনি। আর ট্রাম্প বেড়ে উঠেছেন নিউইয়র্কের কুইন্সে।

শিক্ষা ও কর্মজীবন শুরু : কমলা কানাডার মন্ট্রিলের একটি হাইস্কুলে ৫ বছর পড়াশোনা করেন। সেখানকার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন তার মা। কমলা পরবর্তী সময় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কৃষ্ণাঙ্গদের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এরপর ফৌজদারি বিচারব্যবস্থায় কাজ করে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হন এবং ২০১৬ সালে সিনেটর পদে নির্বাচিত হন। অন্যদিকে ট্রাম্প পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ারটন স্কুল থেকে ডিগ্রি নিয়ে পারিবারিক ব্যবসায় যোগ দেন এবং পরবর্তীতে ২০১৬ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন।

রাজনৈতিক যাত্রা ও বৈদেশিক সম্পর্ক : ২০০৪ সালে মায়ের প্রভাবে ওয়াশিংটনে বার্ষিক মার্টিন লুথার কিং জুনিয়র ফ্রিডম মার্চে অংশ নিয়েছিলেন কমলা। ২০২০ সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জো বাইডেনের সঙ্গে অংশ নেন কমলা এবং তারা ট্রাম্প ও মাইক পেন্সকে পরাজিত করে সরকার গঠন করেন।

পারিবারিক জীবন : কমলা হ্যারিস তার স্বামী এমহফের সঙ্গে নির্বাচনী প্রচারণায় সক্রিয় আছেন। এমহফের প্রথম ঘরের ছেলে কোল ও মেয়ে এলার বিমাতা কমলা। তারা কমলাকে আদর করে মোমালা বলে ডাকেন।

ট্রাম্পের রাজনৈতিক যাত্রায়ও তার পরিবারের সদস্যরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। যদিও এবারের নির্বাচনী প্রচারণায় তার স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উপস্থিতি কম। প্রথম স্ত্রী ইভানার ঘরে তার তিন সন্তান রয়েছেÑ ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও এরিক। দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলসের ঘরে তার একটি মেয়ে আছে, নাম টিফানি। ট্রাম্প ২০০৫ সালে তৃতীয় স্ত্রী হিসেবে মেলানিয়াকে বিয়ে করেন। ব্যারন নামে তাদের একটি ছেলে আছে।