কৃষকদলের কাছে যুবদল নেতাদের চাঁদা দাবির অভিযোগ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক তুহিন মীর, জেলা যুবদল আহ্বায়ক পিপলু জমদ্দার ও বিএনপি নেতা লিটন মীরসহ ২০-২৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. মফিজ সরদার ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. কাদের খানসহ ৯ রড-সিমেন্ট-বালু ব্যবসায়ীর কাছে ১৮ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ তাদের।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ব্যবসায়ী মফিজ সরদারসহ ৬ জন বরিশাল প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। এর আগে, তারা মেহেন্দিগঞ্জে আয়োজন করলে সেখানে তাদের সংবাদ সম্মেলন করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ তাদের।
লিখিত বক্তব্যে উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মো. মফিজ সরদার বলেন, গত ৩ নভেম্বর (রবিবার) বিকেল ৩টার দিকে উপজেলা যুবদলের আহ্বায়ক তুহিন মীরের নেতৃত্বে মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক লিটন মীর, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক পিপলু জমাদ্দার, যুবদল নেতা মামুন মিয়াজীসহ ২০-২৫ জন সশস্ত্র অবস্থায় উপজেলা সদরের বদরপুর এলাকায় অবস্থিত নয়টি রড-সিমেন্ট-বালু ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে প্রতিটি দোকান থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে।
এসময় বালু ব্যবসায়ী আ. কাদের খান ও তার ছেলে সোহান চাঁদা দিতে অস্বীকার করায় তাদের দুজনকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। গুরুতর আহত সোহান বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
একইদিন বিকেল ৪টায় মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কাদের খানকে যুবদল নেতা তুহিন মীরের নেতৃত্বে হাসপাতালের ভেতর থেকে তুলে এনে সামনে বসে বেদম মারধর করেন। এ সময় কাদের খানের মেয়ে তার বাবাকে রক্ষা করতে আসলে তাকেও মারধর করে এবং একটি মোবাইল ফোন কেড়ে নিয়ে যায়। এসময় কাদের খানকে হাসপাতালের পেছনে নার্স কোয়ার্টারে নিয়ে হত্যার চেষ্টা চালান বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক তুহিন মীর বলেন, ‘পৃথিবীর এমন কোনো মানুষ আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দিতে পারবেনা। আমি স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী।’