ফরিদপুরে বাড়ি ভেঙে দেওয়া সেই বিধবার পাশে দাঁড়ালেন রিজভী

ফরিদপুর প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৪, ১৮:২৫
শেয়ার :
ফরিদপুরে বাড়ি ভেঙে দেওয়া সেই বিধবার পাশে দাঁড়ালেন রিজভী

ফরিদপুরে বাড়ি ভেঙে দেওয়া সেই বিধবার পাশে দাঁড়ালেন রিজভী। ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে আসমা নামে এক বিধবার বাড়ি বিএনপি নেতা ভেঙে দিয়েছেন এমন অভিযোগ পেয়ে সরেজমিনে দেখা করে ওই ভুক্তভোগী নারীর পাশে দাঁড়ালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ সোমবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সেখানে যান।

এসময় বিএনপি নামধারী ওই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান রিজভী। তিনি জানান, ভুক্তভোগী পরিবারের পাশে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রুহুল কবির রিজভী বলেন, ‘অপরাধী কোনো দলের সেটি বিবেচ্য বিষয় নয়, সে যে দলেরই হোক, যে রঙেরই হোক, যদি সে বিএনপিও করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দলীয় ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

এ সময় রিজভীর সঙ্গে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুজ্জামান তুষারসহ আরও অনেকে।