রিমান্ডে অসুস্থ হয়ে ফের হাসপাতালে সাবেক মন্ত্রী শাহজাহান খান

নিজস্ব প্রতিবেদক
০৪ নভেম্বর ২০২৪, ১৮:০৮
শেয়ার :
রিমান্ডে অসুস্থ হয়ে ফের হাসপাতালে সাবেক মন্ত্রী শাহজাহান খান

হাসপাতালে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। ছবি: সংগৃহীত

রিমান্ডে থাকা সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। যাত্রাবাড়ী থানার একটি মামলায় চার দিনের রিমান্ডে ছিলেন তিনি।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে অসুস্থ অবস্থায় পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয় থেকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।

ঢামেকের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌকির আহামেদ বলেন, ‘তার ইসিজি করা হয়েছে। তার উচ্চ রক্তচাপ দেখা দিয়েছে। এমনিতেই উনার ডায়াবেটিস ও হার্ডের সমস্যা রয়েছে। পরে তাকে জরুরি বিভাগের মেডিকেল অফিসার সিসিইউতে পাঠান। সেখানে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দেওয়া হয়েছে।’

এর আগেও গত শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসা শেষে তাকে আবার নিয়ে যাওয়া হয়।