আমিনুল হকের নেতৃত্বে ঢাকা উত্তর বিএনপির কমিটি
কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হককে আহ্বায়ক করে ঢাকা উত্তর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির সদস্যসচিব করা হয়েছে মোস্তফা জামানকে।
আজ সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক। এদের মধ্যে আব্দুর রাজ্জাক কমিটির দপ্তরের দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আমিনুল হক দেশের ফুটবল তথা ক্রীড়া অঙ্গনের এক উজ্জ্বল নাম। তার নেতৃত্বেই এস এ গেমসে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ছিলেন সর্বশেষ সাফজয়ী দলের সদস্যও।
ফুটবল থেকে অবসরের পর বিএনপিতে যোগ দেন তিনি। দলটিতে ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পান আমিনুল হক। পরে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন তিনি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?