২০০ মিটার গভীর খাদে বাস, নিহত ৩৬
ভারতের উত্তরাখণ্ডে একটি বাস খাদে পড়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে আলমোরা জেলায় ৪৫ জন যাত্রীবাহী ওই বাসটি খাদে পড়ে যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, আজ সকাল ৮টা ২৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। প্রথমে নিকটবর্তী গ্রামের বাসিন্দারা তাদের উদ্ধারে এগিয়ে আসে। এখন উদ্ধারকারী বাহিনী সেখান কাজ করছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে একে অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। তিনি বলেছেন, সরকারি কর্মকর্তাদের উদ্ধার ও ত্রাণের কাজে আরও গতি আনতে বলা হয়েছে। তিনি বলেন, আলমোরা জেলার মারচুলার কাছে এই দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ চালায়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এ ঘটনায় স্থানীয় আরটিও কর্মকর্তাদের সাসপেন্ড করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারকে চার লাখ টাকা ও আহতদের এক লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস