তাবলিগের দুই পক্ষকে নিয়ে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী বছরের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে আগেই জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
এবারের ইজতেমা যেন ধর্মপ্রাণ মুসল্লিরা নিশ্চিন্তে নির্বিঘ্ন পালন করতে পারে, সেই লক্ষ্যেই তাবলিগের দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেছেন তিনি।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়েছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বৈঠকে তাবলিগ জামাতের দুই পক্ষকে নিয়ে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইন-শৃঙ্খলা রক্ষা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা হবে।
প্রসঙ্গত, প্রতি বছর টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। গত কয়েক বছরের মতো এবারও সেই ইজতেমাকে কেন্দ্র করে তাবলিগ জামায়াতের জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে চলেছে বলে প্রতীয়মান। মূলত এ ধরণের বিরূপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই দুই পক্ষের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার এই বৈঠক।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
উল্লেখ্য, দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি প্রতি বছর তুরাগ তীরে ইজতেমায় অংশ নেন। এছাড়া সৌদি আরব, মালয়েশিয়া, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকেও অনেক মুসল্লি ইজতেমায় অংশ নিতে আসেন।
তাবলিগ জামাতের বিরোধের কারণে কয়েক বছর ধরে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। এর ফলে প্রথম পর্বে শুরায়ে নিজাম অনুসারী মুসল্লিরা এবং দ্বিতীয় পর্বে নিজামুদ্দিন অনুসারী মুসল্লিরা বিশ্ব ইজতেমায় অংশ নেন।
তবে এবার দুই পর্বে না করে একত্রে ইজতেমা করতে চায় অন্তর্বর্তী সরকার। গত ২২ অক্টোবর আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এমনটাই জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।