বস্তিতে অভিযান: আটক হওয়া ব্যক্তিদের পুলিশে হস্তান্তর

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৪, ১০:৫৬
শেয়ার :
বস্তিতে অভিযান: আটক হওয়া ব্যক্তিদের পুলিশে হস্তান্তর

গাজীপুরের টঙ্গীর কেরানির টেক বস্তিতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় মদ, গাঁজা, ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রসহ ৪০ জনকে আটক করা হয়। পরে আটক হওয়া ব্যক্তিদের পুলিশে হস্তান্তর করলে গ্রেপ্তার দেখানো হয়।

গতকাল রবিবার মধ্যরাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করেন। অভিযানে যৌথ বাহিনীর ৫০০ সদস্য অংশ নেয়। এ সময় কেরানির টেক বস্তির বিভিন্ন ঘর তল্লাশি করা হয়।

একই সময় টঙ্গীর আমতলিতে অবস্থিত হোটেল জাভানে যৌথ বাহিনীর অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ারসহ কয়েকজন নারী ও পুরুষকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সংখ্যা জানা যায়নি।

সেনাবাহিনীর মুখপাত্র জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।