সব সিটিতে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ: স্থানীয় সরকার উপদেষ্টা
শিগগিরই দেশের সব সিটি করপোরেশনে পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।
আজ রবিবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নতুন মেয়রকে শপথবাক্য পাঠ করানো শেষে তিনি এ কথা জানান।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘সব সিটি করপোরেশনে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ করা হবে। এ ছাড়া আইন অনুসারী নির্ধারণ হবে, চট্টগ্রাম সিটির নতুন মেয়রের সময়সীমা।’
হাসান আরিফ বলেন, ‘এই শপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বিপ্লবের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, সেই বিপ্লবের প্রত্যাশাকে এগিয়ে নিতে হবে চট্টগ্রামের নতুন মেয়রকে। বৈষম্যহীন সমাজ গড়তে নাগরিকদের প্রত্যাশা পূরণ করতে হবে তাকে। আমি বিশ্বাস করি চট্টগ্রামের প্রতিটি নাগরিকের একই প্রত্যাশা। চট্টগ্রামের মেয়র শাহাদাতের কাছে আমাদের প্রত্যাশা তিনি তার শহরকে একটি গ্রিন সিটিতে উন্নীত করবেন।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ সময় ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান স্থানীয় সরকার উপদেষ্টা।
এদিকে জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দেওয়ার অঙ্গীকার করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, ‘চট্টগ্রামের জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। এই সংকট নিরসন করে চট্টগ্রামকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হবে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
অভিযোগ করে নতুন এই মেয়র বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাসের কথা বলে, দেশের পর্যটন খাতকে পিছিয়ে দেওয়া হয়েছে। এ খাতকে ঠিকমত ব্যবহার করা যায়নি।’
অবকাঠামো উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামে পর্যটক খাতের উন্নয়ন করার কথা জানিয়েছেন বিএনপির সাবেক এই নেতা।