বিপজ্জনক ‘মাউন্ট আমা দাবলাম’ জয় করলেন তানভীর
পৃথিবীর অন্যতম বিপজ্জনক পর্বতশৃঙ্গ মাউন্ট আমা দাবলাম জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী তানভীর আহমেদ শাওন। নেপালের স্থানীয় সময় শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় পর্বতারোহী তানভীর স্পর্শ করেন ছয় হাজার ৮শ ১২ মিটার উচ্চতার আমা দাবলাম। তানভীরের ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
অভিযানের জন্য ১৩ অক্টোবর নেপালের পথে দেশ ছাড়েন তানভীর। ২৪ অক্টোবর পৌঁছে যান আমা দাবলাম বেসক্যাম্পে। ১ নভেম্বর তিনি উঠে যান ক্যাম্প-২ এ। ২ নভেম্বর মধ্য রাতে শুরু হয় তার চূড়ার লক্ষ্যে চূড়ান্ত যাত্রা এবং সকালে তিনি এই পর্বত শীর্ষ স্পর্শ করেন। পুরো পথেই তার সঙ্গে ছিলেন পর্বতারোহী বন্ধু ও গাইড বীরে তামাং। তানভীর পঞ্চম বাংলাদেশি হিসেবে অর্জন করেন এই বিরল কীর্তি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর আগে ২০২২ সালে ভার্টিক্যাল ড্রিমার্সেরই ডা. বাবর আলী এই যাত্রা শুরু করেন। এরপর ২০২৩ সালে নিশাত মজুমদার এবং কাউসার রুপক ও এই মৌসুমেই তৌফিক আহমেদ তমাল ওই দুর্দান্ত কীর্তি গড়েন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?