গলায় ওড়না পেঁচানো নারীর মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৪, ১৭:৩০
শেয়ার :
গলায় ওড়না পেঁচানো নারীর মরদেহ উদ্ধার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সালমা আক্তার (৩৫) নামের এক নারীর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সৈয়দ আলী মন্ডলের মেয়ে।

আজ শনিবার সকালে গোবিন্দপুর গ্রামের সাইন উদ্দিনের লেবু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাইন উদ্দিন সেখের লেবু বাগানের মধ্যে সালমা আক্তারের মরদেহ পাওয়া যায়। তার গলায় ওড়না পেঁচানো ছিল। সালমার সঙ্গে একই গ্রামের আকামুদ্দিন সরদারের বিয়ে হয়। বিয়ের পর একটি ছেলে ও একটি মেয়ে হয় তাদের। গত ৬-৭ মাস আগে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধে বিচ্ছেদ ঘটে।

তারা জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে ১১টার মধ্যে কে বা কাহারা সালমার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে লেবু বাগানে নিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে, রাতে অজ্ঞাত ব্যক্তিরা তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করার পর গাছে বেঁধে রেখেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।