আবারও জুটি হচ্ছেন পেনেলোপে-জনি
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী পেনেলোপে ক্রুজ। সিনেমাপ্রেমীদের কাছে অন্যতম প্রিয় তারকা। দীর্ঘ বিরতির পর এবার নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।
জানা যায়, এ সিনেমায় বিশ্বনন্দিত অভিনেতা জনি ডেপের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।
‘ডে ড্রিংকার’ নামের এই অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন তারা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সিনেমাটি পরিচালনা করছেন মার্ক ওয়েব। ছবিতে এক ক্রুজ শিপ বারটেনডারকে দেখানো হয় যে বেশ রহস্যময়। সে নিয়মিতই কাস্টমারের সঙ্গে অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে।
ছবিটি প্রযোজনা করছেন বাসিল ইয়ানিক এবং এরিকা লি। স্ক্রিপ্ট লিখেছেন জাচ ডিয়ান। তিনি ‘ফাস্ট এক্স’ সহ একাধিক জনপ্রিয় সিনেমার স্ক্রিপ্ট লেখক।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
উল্লেখ্য, ডেপ এবং ক্রুজ এর আগে একসঙ্গে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ এবং ‘ব্লো’ সহ একাধিক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন।