মিমির চৌদ্দ শাকের ভিডিও ভাইরাল
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। শুধু অভিনয়ই নয়, রাজনীতির মাঠেও সোচ্চার এই তারকা।
পশুপ্রেমী হিসেবে পশ্চিমবঙ্গের এ অভিনেত্রীর বেশ সুনাম রয়েছে। এবার জানা গেছে, মিমির বাগান করার শখও রয়েছে। নানা ধরনের ফুলের গাছ রয়েছে তার। বাগানে এবার তিনি চাষ করলেন চৌদ্দ শাক।
সম্প্রতি এক ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী মিমি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
উল্লেখ্য, হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী কালীপূজার আগের দিন প্রতিটি বাড়িতে চৌদ্দ শাক খাওয়ার রীতি পালন করা হয়। বাড়িতে চৌদ্দ প্রদীপ বাড়ির চারিদিকে জ্বালানোরও রীতি রয়েছে। ভূত চতুর্দশীর দিন প্রতিটি বাড়িতে এই নিয়ম পালন করা হয়।
তাই ভূত চতুর্দশীর সব নিয়ম পালন করেন মিমি চক্রবর্তী। মিমি নিজের বারান্দাতেই চাষ করলেন চৌদ্দ শাক। সেই ভিডিও সবার সঙ্গে শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে নিজের বাগান থেকে শাক তুলছেন কলকাতার এ জনপ্রিয় নায়িকা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
ভিডিও পোস্ট করে এ অভিনেত্রী লিখেছেন, ‘নিজের লাগানো চৌদ্দ শাক নিয়ে মাতামাতি।’
সিনেমার শুটিং’এর পাশাপাশি শখের বাগান করা, নিজের পোষ্যদের দেখাশোনা আর সেই সঙ্গে পরিবার পরিজনবেষ্টিত হয়ে থাকা, এভাবেই নিজের মতো করেই জীবনটা গুছিয়ে নিয়েছেন মিমি।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’