আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
০২ নভেম্বর ২০২৪, ০৯:৩১
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ শনিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;

জ্বালানি উপদেষ্টার কর্মসূচি:

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘সংস্কার ও টেকসই উন্নয়নের সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বেলা সাড়ে ১১টায় হোটেল সোনারগাঁওয়ে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

উপদেষ্টা আসিফ মাহমুদের কর্মসূচি:

বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে যুব মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিএনপির কর্মসূচি:

বিকেল সাড়ে ৩টায় তেজগাঁও থানা বিএনপির উদ্যোগে তেজকুনি পাড়া ব্রিজের নিচে (ফ্লাই ওভারের নিচে) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য সাবেক সচিব ও রাষ্ট্রদূত সাবিহ উদ্দিন আহমেদ ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় মহাখালী ব্র্যাক সেন্টার হলে আয়োজিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিপিডির কর্মসূচি:

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) উদ্যোগে এবং ইউরোপীয়ান ইউনিয়নের সহায়তায় ‘যুব কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক জাতীয় সম্মেলন আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।