পাকিস্তানে বোমা হামলায় ৫ শিশুসহ সাতজন নিহত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের মাসটাঙ জেলায় বোমা হামলায় ৫ শিশুসহ মোট ৭ জন নিহত হয়েছে। নিহত বাকি দুজনের মধ্যে একজন পুলিশ সদস্য ও একজন পথচারী রয়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিওটিভির খবরে বলা হয়েছে, পুলিশ তাদের জানিয়েছে যে, আজ শুক্রবার পুলিশকে লক্ষ্য করে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে সরকারি হাসপাতাল চত্বরে এ হামলা চালানো হয়। এ সময় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়, বাকি দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ডিএইচকে মেডিকেলের সুপারিটেন্ডেন্ট নিসার আহমেদ বালুচ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় আহত হয়ে ৩০ জন চিকিৎসাধীন আছেন। তারা ডিএইচকে ও মাসটাঙয়ের নবাব হাসপাতালে ভর্তি আচ্ছেন। আহতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
উপজেলা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) মিয়াদাদ উমরানি বলেছেন, একটি মোটরসাইকেলে রিমোট নিয়ন্ত্রিত বিস্ফোরক ডিভাইস সেট করা ছিল।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়াতে পোলিও টিকাদান কর্মসূচিতে নিরাপত্তার রক্ষায় দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে বন্দুক হামলা চালানো হয়েছিল। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন তারা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস