নির্বাচন কমিশন পুনর্গঠনের সার্চ কমিটিতে তাহসানের মা

অনলাইন ডেস্ক
৩১ অক্টোবর ২০২৪, ২০:৩২
শেয়ার :
নির্বাচন কমিশন পুনর্গঠনের সার্চ কমিটিতে তাহসানের মা

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্যের সার্চ (অনুসন্ধান) কমিটি করে করেছে সরকার। এতে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসির) সাবেক চেয়ারম্যান জিন্নাতুন নেছা তাহমিদা বেগম। তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের মা।

জিন্নাতুন নেছা তাহমিদা বেগম পিএসসির অষ্টম চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও ১৯৬৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৭৭ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।

এর আগে, বিসিএসের প্রশ্নফাঁসের ঘটনায় পিএসসির আলোচিত গাড়িচালক আবেদ আলী কাণ্ড সামনে আসার পর প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে নাম আসে জিন্নাতুন নেছা তাহমিদা বেগমের। তখন বলা হয়, আবেদ আলী তার সময়ে পিএসসির গাড়িচালক ছিলেন।  

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান করে ইসি গঠনে সার্চ কমিটি গঠন করে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জিন্নাতুন নেছা তাহমিদা বেগম ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম বিপিএসসির বর্তমান চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।